হাইকোর্টের নির্দেশে অপসারিত পঞ্চায়েত প্রধান

このエントリーをブックマークに追加 このエントリーを含むはてなブックマーク

মিতালী মুখার্জী,দক্ষিণ দিনাজপুর
প্রায় বছর খানেক আগে কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ৭ নং মোহনা গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান লক্ষ্মী দাস কে সরিয়ে,ক্ষমতা দখল করে শাসক দল তৃণমূল কংগ্রেস। এরপর কুমারগঞ্জ ব্লক বিজেপির নেতৃত্ব একাধিকবার সরব হওয়ার সাথে সাথে হাইকোর্টের দ্বারস্থ হয়। 
গত সোমবার হাইকোর্টের নির্দেশে অপসারিত প্রধান লক্ষ্মী দাস পুনরায় দায়িত্বভার গ্রহণ করেন। 
এবিষয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানায়,আমাদের দলীয় নির্বাচিত প্রধান কে ৯ই জুলাই ২০২১ সালে  অসাংবিধানিক ভাবে তৎকালীন কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর উপস্থিতিতে স্থানীয় কিছু তৃণমূল কংগ্রেস নেতা নিজস্বার্থ চরিতার্থ করার জন্যই প্রধান কে সরিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান কে বসিয়ে ছিলো।হাইকোর্টের নির্দেশে প্রায় এক বছর পর লক্ষ্মী দাস প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।

দীর্ঘদিনের দাবি পূরণ রাস্তার কাজের উদ্বোধনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

このエントリーをブックマークに追加 このエントリーを含むはてなブックマーク

সোমনাথ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর
কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ৬ নং গ্রাম পঞ্চায়েতের চৌষা এলাকার রাস্তাটির পরিস্থিতি ছিল বেহাল। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এলাকাবাসীদের দাবি ছিল রাস্তা সংস্কারের ,আর সেই মত তৎকালীন জেলা পরিষদের মনোনীত প্রার্থী মফেজ উদ্দিন মিঞা কথা দিয়েছিলেন তৃণমূল জেলা পরিষদ দখল করলে  এলাকার দুর্গম রাস্তাটি নির্মান করা হবে।আর সেই কথা মতো এদিন কুমারগঞ্জ থানার ৬নং দিওড় গ্রাম পঞ্চায়েতের চৌষা মোড় থেকে রসুলপুর পর্যন্ত ১০,৪৮, ৮৪৬ টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া। 
উক্ত উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা নেতা বাবুন টিগ্গা, পঞ্চায়েত প্রধান অঞ্জলি টিগ্গা, পঞ্চায়েত সদস্য ডেনা টুডু, ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌষা সংসদের সদস্য এচা হক সরকার, তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান আলী সরকার সহ অন্যান্যরা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকার রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ ছিল। ২০১৮ সালে ভোটের সময় জেলা পরিষদের প্রার্থী মফিজউদ্দিন মিঞা কথা দিয়েছিলেন।আর আজ রাস্তার কাজের শুভ উদ্বোধন হলো। এলাকার সাধারণ বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হওয়াতে খুশি এলাকাবাসীরা। 

আত্রাই নদীতে ঝিনুক সংগ্রহ করতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক বৃদ্ধা

このエントリーをブックマークに追加 このエントリーを含むはてなブックマーク

সোমনাথ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর 
আত্রাই নদীতে ঝিনুক সংগ্রহ করতে গিয়ে নদীর জলে চলে গেলেন এক বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে কুমারগঞ্জ ব্লকের ৬ নং দিওড় গ্রাম পঞ্চায়েতের ধর্মপুর এলাকায়।বৃদ্ধার নাম নগেন পাল,বয়স ৬২ বছর। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ।ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পৌঁছায় কুমারগঞ্জ থানার পুলিশ। পুলিশ মৃত বৃদ্ধার দেহটিকে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালের পাঠান।ঘটনার তদন্ত কুমারগঞ্জ থানার পুলিশ।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান নগেন পাল  ঝিনুক সংগ্রহ করতেই নদীর জলে নেমে ছিলেন। আর জলের গভীরতা অনেক বেশি থাকায় জলের নিচে গিয়ে ঝিনুক সংগ্রহ করতেই জলের তলে তলিয়ে যায় নগেন পাল নামের ওই বৃদ্ধা ।

কুমারগঞ্জ থানার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

このエントリーをブックマークに追加 このエントリーを含むはてなブックマーク


সোমনাথ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর 
গরম শুরু হতেই জেলাজুড়ে ব্লাড ব্যাংক গুলোতে তৈরি হয়েছে রক্ত সংকট ,আর সেই রক্ত সংকট মেটাতে কুমারগঞ্জ থানার উদ্যোগে আয়োজিত হলো এক রক্তদান শিবির।
বুধবার কুমারগঞ্জ থানা প্রাঙ্গণে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির।উক্ত রক্তদান শিবিরের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার রাহুল দে ।জেলা পুলিশ সুপার সহ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গঙ্গারামপুর রুলাল), কুমারগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, কুমারগঞ্জ থানার আইসি সুজয় বন্দোপাধ্যায় , কুমারগঞ্জ থানার পুলিশ কর্মীরা সহ প্রশাসনিক আধিকারিকরা। 
জেলা জুড়ে রক্ত সংকটের জেরেই মূলত এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে।