দীর্ঘদিনের দাবি পূরণ রাস্তার কাজের উদ্বোধনে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ

このエントリーをブックマークに追加 このエントリーを含むはてなブックマーク

সোমনাথ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর
কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ৬ নং গ্রাম পঞ্চায়েতের চৌষা এলাকার রাস্তাটির পরিস্থিতি ছিল বেহাল। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে এলাকাবাসীদের দাবি ছিল রাস্তা সংস্কারের ,আর সেই মত তৎকালীন জেলা পরিষদের মনোনীত প্রার্থী মফেজ উদ্দিন মিঞা কথা দিয়েছিলেন তৃণমূল জেলা পরিষদ দখল করলে  এলাকার দুর্গম রাস্তাটি নির্মান করা হবে।আর সেই কথা মতো এদিন কুমারগঞ্জ থানার ৬নং দিওড় গ্রাম পঞ্চায়েতের চৌষা মোড় থেকে রসুলপুর পর্যন্ত ১০,৪৮, ৮৪৬ টাকা ব্যয়ে রাস্তার কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজ উদ্দিন মিয়া। 
উক্ত উদ্বোধনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা নেতা বাবুন টিগ্গা, পঞ্চায়েত প্রধান অঞ্জলি টিগ্গা, পঞ্চায়েত সদস্য ডেনা টুডু, ৬ নম্বর গ্রাম পঞ্চায়েতের চৌষা সংসদের সদস্য এচা হক সরকার, তৃণমূল কংগ্রেস নেতা শাহজাহান আলী সরকার সহ অন্যান্যরা।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, এই এলাকার রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ ছিল। ২০১৮ সালে ভোটের সময় জেলা পরিষদের প্রার্থী মফিজউদ্দিন মিঞা কথা দিয়েছিলেন।আর আজ রাস্তার কাজের শুভ উদ্বোধন হলো। এলাকার সাধারণ বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা সমাধান হওয়াতে খুশি এলাকাবাসীরা।